Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হাজী সালেহ বাবার মাজার শরীফ, সালেহনগর, বন্দর, নারায়ণগঞ্জ।
Location
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অন্তর্ভূক্ত শীতলক্ষ্যা নদীর পূর্ব অংশে বন্দর সালেহনগর এলাকায় এই সনামধন্য হাজী সালেহ বাবা ইয়ামেনী’র মাজার শরীফটি অবস্থিত।
Transportation
ঢাকা হতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে সাইনবোর্ড হয়ে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট পাড় হয়ে রিক্সাযোগে বন্দর সালেহনগর যেতে হবে।
Details

          আনুমানিক ১৪৮০ খ্রিষ্টাব্দে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরবর্তী এলাকায় সুফী সাধক হাজী ছালেহ বাবা ইয়েমেন হতে তার পূর্ব পুরম্নষদের সাথে আগামন করেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্মের অন্যতম প্রচারক এবং ধর্মীয় সাধক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তিনি অত্র এলাকায় মৃত্যু বরণ করলে গঙ্গাকুল এলাকায় তাকে সমাহিত করা হয় এবং তার সমাধি ছালেহ বাব (রহঃ) এর মাজার হিসেবে পরিচিতি লাভ করে। এখনো বহু ধর্মপ্রান ভক্তবৃন্দ এ মাজার জিয়ারত করে থাকেন এবং প্রতি বছর তাঁর ওফাত দিবসে এ মাজার প্রাঙ্গনে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।