আনুমানিক ১৪৮০ খ্রিষ্টাব্দে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরবর্তী এলাকায় সুফী সাধক হাজী ছালেহ বাবা ইয়েমেন হতে তার পূর্ব পুরম্নষদের সাথে আগামন করেন। পরবর্তীতে তিনি ইসলাম ধর্মের অন্যতম প্রচারক এবং ধর্মীয় সাধক হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তিনি অত্র এলাকায় মৃত্যু বরণ করলে গঙ্গাকুল এলাকায় তাকে সমাহিত করা হয় এবং তার সমাধি ছালেহ বাব (রহঃ) এর মাজার হিসেবে পরিচিতি লাভ করে। এখনো বহু ধর্মপ্রান ভক্তবৃন্দ এ মাজার জিয়ারত করে থাকেন এবং প্রতি বছর তাঁর ওফাত দিবসে এ মাজার প্রাঙ্গনে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS