শিরোনাম
সিরাজ শাহ এর আস্তানা, বন্দর, নারায়ণগঞ্জ।
স্থান
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের অন্তর্গত পুরান বন্দর মোল্লাবাড়ী ছোট ব্রীজ পাড় হয়ে সিরাজ শাহ এর আস্তানা অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট হতে নৌকাযোগে শীতলক্ষ্যা নদী পাড় হয়ে রিক্সাযোগে পুরান বন্দর মোল্লাবাড়ী ছোট ব্রীজ পাড় হয়ে সিরাজ শাহ এর আস্তানায় যেতে হবে।
বিস্তারিত
পুরানবন্দর, মোল্লাবাড়ি এবং কুশিয়ারা এর শেষ সীমানা অবস্থিত সিরাজ শাহ আস্তানা । মনোমুগ্ধকর পরিবেশ আর সুশীতল বাতাস বড়া সুন্দর এরিয়া । অনেক মানুষ এখানে আসে দর্শন করতে।