Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সোনাকান্দা দুর্গ
স্থান

বন্দর উপজেলার অন্তর্গত সোনাকান্দা নামক স্থানে ।

কিভাবে যাওয়া যায়

ঢাকার গুলিস্তান থেকে বাসযোগে নারায়ণগঞ্জ শহরের ২নং লঞ্চ ঘাট থেকে নৌকা পার হয়ে বন্দর উপজেলার ঘাটে নেমে রিকশাযোগে সোনাকান্দা দূর্গে যাওয়া যাবে।

যোগাযোগ

0

বিস্তারিত

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা নামক স্থানে ঐতিহাসিক সোনাকান্দা দূর্গ অবস্থিত। সোনাকান্দা দূর্গটি বাংলার বার ভূঁইয়াদের অন্যতম ঈশা খাঁ তৎকালীন সময়ে ব্যবহার করতেন। বাংলার তৎকালীন সুবাদার ও সেনাপতি মীর জুমলা ১৭ শতকের মধ্যভাগে এই দূর্গটি নির্মান করেন। বর্তমানে দূর্গটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত। দূর্গটি বহুবার মেরামত করা হয়েছে। চতুস্কোন আকৃতির এই দূর্গটি লম্বায় ৮৬ দশমিক ৫৬ মিটার এবং প্রস্থে ৫৭ মিটার। এর চারপাশে ১ দশমিক ৬ মিটার পুরু ও ৩ দশমিক ৫ মিটার উচুঁ সুরক্ষা প্রাচীর আছে যা এখনও প্রায় অক্ষত। চতুস্কোন আকৃতির প্রতিটি কোণায় গোলাকৃতি মঞ্চ আছে। আর পশ্চিম দেওয়ালের মধ্যবর্তী স্থানে আছে দূর্গের মূল বেদী। দূর্গটিতে প্রবেশের জন্য উত্তর দিকে ১টি প্রবেশ দ্বার আছে। সারা বছর ধরেই দেশী-বিদেশী দর্শণার্থীগণ এই দূর্গটি দেখতে আসেন।