Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কদমরসূল দরগাহ
স্থান
বন্দর উপজেলার নবীগঞ্জে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
১. সড়কপথে ঢাকা হতে নারায়ণগঞ্জ শহরের যেকোনস্থান হতে রিকশা বা সিএনজি যোগে নবীগঞ্জ গুদারাঘাট এসে নদী পার হয়ে রিকশা যোগে যাওয়া যায়। ২. বন্দর উপজেলার যেকোন স্থান হতে রিকশা/সিএনজি যোগে যাওয়া যায় ।
বিস্তারিত

জানা যায় ইসলাম ধর্মের প্রবর্তক, হযরত মোহাম্মদ (সঃ) এর পদচিহ্ন সম্বলিত একটি কাল পাথরকে কেন্দ্র করে নবীগঞ্জ গ্রামে কদমরসুল দরগা শরীফটি গড়ে উঠে। ঐতিহাসিকদের মতে ৯৮৬ হিজরী সনে, ১৫৮০ খ্রিষ্টাব্দে জনৈক মাছুম খান কাবুলী কর্তৃক কদমরসুল  দরগাহ শরীফ স্থাপিত হলেও এর বহু পূর্বে হাজী নুর মোহাম্মদ নামক এক সাধক হযরত মোহাম্মদ (সঃ) এর পবিত্র পদ চিহ্ন সম্বলিত পাথরটি সংগ্রহ করে নবীগঞ্জ গ্রামে নিয়ে আসেন।  দেশ বিদেশের বহু ধর্মপ্রাণ মুসলমান এ দরগা শরীফ দর্শণ ও জিয়ারত করে থাকেন।