Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্পাঞ্চল উপজেলা।এখানে রয়েছে ব্রহ্মপুত্র নদ ,শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদী।বন্দর উপজেলার সাধারণ মানুষের চিন্তা, শক্তি,কর্ম ও পরিবর্তনের প্রবল আগ্রহের কারণে এটি একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।এ উপজেলার প্রত্যেকটি মানুষ সহযোগীপরায়ন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সমন্বিত উদ্যোগের  মাধ্যমে  একটি  সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত বন্দর গড়াই আমাদের সকলের লক্ষ্য। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারি বেসরকারি সেবা দ্রুত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বন্দর উপজেলা অগ্রণী ভূমিকা পালন করবে। আশা করি, এ ওয়েব সাইটের মাধ্যমে জনগণের সঙ্গে উপজেলা প্রশাসনের সম্পর্ক আরো নিবিড় হবে এবং জনগণ দ্রুততম সময়ে তাদের তথ্য সংগ্রহ করতে পারবেন ।পাশাপাশি উপজেলায় ও প্রবাসে বসবাসকারী ব্যক্তিবর্গ এ ওয়েবসাইটের মাধ্যমে অন্য সকল সরকারি ও বে-সরকারি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে অবহিত হতে পারবেন । এমন কি উপজেলার উন্নয়নে যেকোন বিষয় সম্পর্কে তাদের মতামত ও   অভিযোগ দাখিল করতে পারবেন । আমি বন্দর উপজেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

 

উপজেলা নির্বাহী অফিসার

বন্দর উপজেলা, নারায়ণগঞ্জ।