এ উপজেলার পূর্ব ও উত্তরে সোনারগাঁ উপজেলা, পশ্চিমে শীতলক্ষ্যা নদী ও নারায়ণগঞ্জ সদর এবং দক্ষিনে ধলেশ্বরী নদী ও মুন্সীগঞ্জ সদর উপজেলা। ঢাকা শহর থেকে এ উপজেলার দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার। উপজেলার উত্তর ভাগ দিয়ে ঢাকা – চট্টগ্রাম মহাসড়ক এর অবস্থান। এ মহাসড়কের মাধ্যমে রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যাতায়াত ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে সড়ক পথে কাঁচপুর ব্রীজ পার হয়ে ৩ কিলোমিটার পূর্বে মদনপুর চৌরাস্তার মোড় হতে দক্ষিনে মদনপুর-মদনগঞ্জ সড়কে অগ্রসর হলে ১১ কিলোমিটার দক্ষিনে উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌছা যায়। এছাড়া পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ নদী বন্দরের মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলের সাথে নৌ-পথে (শীতলক্ষ্যা, ধলেশ্বরী নদী পথে) যাতায়াত ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস